Hajj O Omrah

হজ্জ ও ওমরাহ্

Hajj & Umrah By Dr. Muhammad AsadullahAl-ghalib

হজ্জ মানুষের বিশৃংখল মন, বিশৃংখল ব্যক্তিত্ব এবং বিশৃংখল জীবনের জন্য মহব্বতের এক সুশৃখংল কেন্দ্র রচনা করে যেখানে একত্রিত হয়ে মানুষ হতে পারে একে অপরের প্রাণ। এটা যে কত বড় মূল্যবান, কত শক্তিশালী একক বৈশিষ্ট্যের অধিকারী তা অনুমান করা কঠিন। আরো অগ্রসর হয়ে বলা যায় হজ্জ মানুষের জীবনকে শুধু সম্মিলিত ও তৎপরই করে না। বরং তাতে ইতিহাসের একটা জীবন্তধারা বানিয়ে আপনাদেরকে তার অংশ সাব্যস্ত করে দেয়। আপনাদের মনে হবে ইতিহাসের দীর্ঘ সফরে আপনারা কোন তাৎপর্যহীন একক নন যা বিচ্ছিন্ন কোন বিন্দুতে একাকী দণ্ডায়মান। বরং আপনারা এক বিশাল এবং আলোকোজ্জ্বল কাফেলার অংশ হয়ে গেছেন যার শুরুটা ও শেষটা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা শুধু খানায়ে কা’বার ও আরাফাতে অনুষ্ঠিত সম্মেলন থেকেই শক্তি পাচ্ছেন না বরং এ পথের সকল পথিককেও সাথে পাচ্ছেন এবং ইতিহাসের এ মহান আলোকধারার অংশ হয়ে শক্তি ও সামর্থ্যের এক চিরস্থায়ী ভাণ্ডার লাভে সক্ষম হচ্ছেন।
যখন কা’বাকে নিজের সামনে পাবেন তখন ভাববেন

এটাই সেই “আল বায়তুল আতীক” অর্থাৎ পবিত্র ঘর-যা পৃথিবীর প্রথম মানুষটি তার একক মা’বুদের ইবাদাতের জন্য পৃথিবীর গোলকে প্রথম টুকরোটা ওয়াকফ করেছিলেন। বিভিন্ন বিবরণ থেকে জানা যায় এটা প্রথম তৈরী করেন হযরত আদম (আ.) এবং নতুন করে এর ভিত্তি স্থাপন করেন হযরত ইবরাহীম (আ.)। পাথর অবশ্য পরিবর্তন হয়েছে কিন্তু বুনিয়াদ সেটাই রয়ে গেছে এবং হাজরে আসওয়াদও তখন থেকেই আছে। চিন্তা করে দেখুন, খানায়ে কা’বা আপনাদেরকে মানবেতিহাসের সূচনার অংশীদার বানিয়ে দিয়েছে।

Download/ডাউনলোড

Leave a comment